আক্রমণাত্মক ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসবে অস্ট্রেলীয়। সে জন্য বাংলাদেশের প্রস্তুতিও থাকছে সর্বোচ্চ। সব সংশয় কাটিয়ে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। এমনটাই প্রত্যাশা বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিক
, সাকিব, তামিম, মাহমুদউল্লাহরাও

মুশফিক মনে করেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলেই অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব। পাশাপাশি বললেন, ‘শুধু আমি না আমাদের দলে অনেকেই আছে অনেক বছর খেলেও অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট খেলবে।

আমরা ওয়ানডে খেলেছি কয়েকটা। তবে সে সংখ্যাটাও খুব কম। টেস্ট খেলিনি। এটা অনেক বড় রোমাঞ্চ হবে। আর আমরা রোমাঞ্চটা উপভোগ করতে চাই।