বিতর্ক জড়িয়ে থাকা দল নিয়ে পানি অনেক ঘোলা হয়েছে। রাহীকে প্রয়োগ করার সুযোগ খুব কমই ছিল। কিন্তু সাইফুদ্দীন সেটা নিশ্চিত কররে দিলেন।
উইন্ডিসের বিপক্ষে সাইফ ভালো বল করেছে।তো আজও থাকবে সেটা নিশ্চিত ছিল। কিন্তু কোমরের ব্যথার কারণে এই মুহূর্তে কোন ধরণের ঝুকি নিবে না সাইফকে নিয়ে।
কিন্তু রুবেল কেন নয়। সেটার ব্যাখ্যা আরো ক্লিয়ার।ইংল্যান্ডের বাউন্সি উইকেটে গতি ছাড়া তো কাজ হবে না।আর দলের রুবেল ছাড়া ১৪০+ গতি ভালো কারো নেই। কদিন আগেই ইঞ্জুরি থেকে ফিরলেন।
ইংল্যান্ডে ৪ পেসার দরকার সেটা নিশ্চিত। তাই এই মুহূর্তে পরীক্ষিত বোলার রুবেলকে নিয়েও ঝুকি নয়।
তাই এই সুযোগে কপাল খুলতে পারে রাহীর।সেটা তো আজ বিকেলেই দেখা যাবে।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

