আজ রাতে দেশ ছাড়তে যাচ্ছে বিসিবির হাই পারফর্মেন্স দল। অস্ট্রেলিয়ার ডারউইনে স্থানীয় প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সাথে একটি তিন দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে এইচপি দল।

১৬ সদস্যের তরুন ও অভিজ্ঞদের নিয়ে গড়া দলটিতে এনামুল হক বিজয়, লিটন দাস, নাজমুল হাসান শান্ত, মেহেদি মারুফ, ইমতিয়াজ হোসাইন ছাড়াও পেসার আবুল হাসান, আবু হায়দার রনি ও

স্পিনার তানবীর হায়দার, জুবায়ের হোসাইনরা থাকছেন।এদিকে ইয়াসির আলী চৌধুরী, ইরফান সুক্কুর, তাসমুল হক, নিহাদুজ্জামান, হোসেন আলী ও সাইফুদ্দিনের মতো তরুন সদস্যও এতে অন্তর্ভুক্ত হতে পারে।সম্প্রতি জাতীয় দলে খেলা লিটন এইচপি প্রথম কয়েক ম্যাচে নেতৃত্ব দিতে পারে।

বিসিবির এইচপি ইউনিট অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর ক্রিকেটারদের দ্বারা গঠিত দলের সম্মুখীন হবে।মূলত জাতীয় দলের ব্যাক আপ প্রোগ্রাম হিসেবে গণ্য এই প্রোগ্রাম থেকে জাতীয় দলের জন্য যোগ্য ক্রিকেটার প্রস্তুত করতে চাইছে বিসিবি।

বর্তমানে বাংলাদেশ এ দলের কোন সফর না থাকায় এইচপি প্রোগ্রাম আলাদা গুরুত্ব পাচ্ছে। এইচপির অস্ট্রেলিয়া সফর শেষেই বাংলাদেশ এ দলের একটা গতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আগস্ট মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের জন্য জাতীয় প্রাথমিক স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।এইচপি স্কোয়াডে থাকা লিটন, আনামুল, আবুল, তানবির ও সাইফুদ্দিনকে জাতীয় প্রাথমিক স্কোয়াডে রয়েছেন।