টাইগার পেসার মুস্তাফিজুর রহমান দীর্ঘ দিনের ইনজুরি কাটিয়ে চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার পরও বল হাতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই কাটার মাস্টার গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টি২০ সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আর আয়ারল্যান্ডের মাটিতে চলতি ত্রিদেশীয় সিরিজে কাটার মাস্টার ফিরেছেন সেই পুরনো রূপে।ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট। যদিও বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচে বল হাতেই নামা হয়নি মুস্তাফিজুর রহমানের। এই পারফর্মেন্সের সুবাদেই ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮ তম স্থানে উঠে এসেছিলেন মুস্তাফিজুর রহমান।

যা তার ওয়ানডেতে ক্যারিয়ারেরও সেরা র‍্যাঙ্কিং ছিলো। মাত্র সাত দিনের ব্যবধানে র‍্যাঙ্কিংয়ে আরও তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেস তারকা। তিন ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ১৫ নম্বরে।সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজের এই অবস্থান নিশ্চিত হয়েছে।

দ্যা ‘ফিজ’ ছাড়াও টাইগার বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।ওয়ানডে বোলারদের নতুন র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একধাপ এগিয়ে ১৪তম অবস্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমকটি এসেছে শীর্ষ স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে সোমবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাত উইকেট নিজের ঝুলিতে পুড়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন কগিসো রাবাদা।সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুশতাকের পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সর্বকনিষ্ঠ বোলার তিনিই

কারণ গত সপ্তাহেই রাবাদা মাত্র ২২ বছর বয়সে পা দিয়েছে।১৯৯৮ সালে ২১ বছর ১৩ দিন বয়সে শীর্ষে উঠেছিলেন পাকিস্তানের কিংবদন্তি বোলার সাকলাইন মুশতাক। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

 

Leave a Reply

Your email address will not be published.