
লন্ডনের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪১ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
আর এমন ম্যাচ শেষে প্রেস সামলাতে আসেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। কেননা আজকের দিনে ‘তুলনামূলক’ ইতিবাচক পারফর্মেন্স ছিল কেবল তারই। ভারতের রান বন্যায় তিনি বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। আর ব্যাটিংয়ে করেছেন ২৪ রান।
শুরুতেই সংবাদ মাধ্যমকে দেখে হেসে দিলেন এই তরুণ অলরাউন্ডার। একইসাথে হাসালেনও সবাইকে। তবে তরুণ এই অলরাউন্ডার বিশ্বাস করেন ঠিকই ঘুরে দাঁড়াবে লাল সবুজের দল।
তার ভাষায়, “আমাদের আত্মবিশ্বাস আছে। আশা করি, আমরা ঘুরে দাঁড়াবো অবশ্যই। ড্রেসিং রুম একদম ঠিক আছে। সবাই জানে, একটা ম্যাচে এরকম হতেই পারে। মূল ম্যাচে এরকম হবে না। সবাই আত্মবিশ্বাসী।”
একইসাথে ভারতের বিপক্ষে ম্যাচটি যাতে পুরো টুর্নামেন্টে প্রভাব ফেলতে না পারে সেদিকেও সতর্কদৃষ্টি মিরাজের। আর তাই এই ম্যাচ থেকেও খুঁজে নিয়েছেন মন্দের ভালো।“আজকে দিনটি আমাদের ছিল না। তবে আমি ইতিবাচকভাবে নিলে বলতে পারি, যা যাওয়ার, প্র্র্যাকটিস ম্যাচের ওপর দিয়েই গেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সামনে আসল খেলা, বড় ম্যাচ।
আশা করি, খারাপ সময়টা প্রস্তুতি ম্যাচের ওপর দিয়েই গেছে।”ভারতের কাছে হেরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে অনুষ্ঠিত নিজেদের দুটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখলো টাইগাররা। পহেলা জুনে কি তারা পারবে স্বাগতিক ইংল্যান্ড দলকে বধ করতে? অপেক্ষাটা এখন সময়ের।
