সম্প্রতি কার্ডিফের জয়ে কালের কণ্ঠ পত্রিকার মুখোমুখি হলেন সাবেক এই ওয়ান ডাউন ব্যাটসম্যান।আর সেখানেই মাশরাফিকে নিয়ে স্মৃতি রোমন্থন করছিলেন তিনি। এছাড়াও কিউইদের বিপক্ষে ম্যাচ জয়ের বিশ্লেষণ করেছেন তিনি।

বিশেষভাবে মাশরাফিকে নিয়ে সাংবাদিকদের তিনি জানান,  “আমার একজন সতীর্থ তো অন্তত এই দলে রয়েছে। ম্যাচ শেষে ব্যালকনিতে যখন মাশরাফিকে দেখছিলাম, ওই ২০০৫ সালের কথা মনে পড়ছিল খুব করে। আমরা কেউ না হয় এই ১২ বছর টিকে থাকতে পারিনি। কিন্তু মাশরাফি টিকে আছে। ওর নেতৃত্বে অনেক স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটিকে আমি বলব সবচেয়ে সেরা।”

“আমরা কী রকম অবস্থা থেকে জিতেছি! ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর কেউই জয়ের কথা ভাবিনি। আমি তো ভেবেছি, ১৫০-১৬০ রানে অলআউট হয়ে যাবে। সেখান থেকে সাকিব-রিয়াদ (মাহমুদ উল্লাহ) কী দুর্দান্ত খেলল!”

তিনি আরো বলেন, “ইংল্যান্ডের পেস বোলিং সহায়ক কন্ডিশনে আমি ব্যাটিং করেছি তো। সেটি ভীষণ কঠিন কাজ। তার ওপর দলও ছিল অমন বাজে অবস্থায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জিতেছে বলে এটিকে আমার কাছে সেরা জয় মনে হচ্ছে। ”

এছাড়াও কার্ডিফের স্মৃতি রোমন্থন করেন এই ব্যাটসম্যান। এক নিমেশেই ২০০৫ সালের কার্ডিফে ফিরে যান একসময়কার এই তারকা ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন,

“যখন থেকে জেনেছি কার্ডিফে খেলবে দল, তখন থেকেই ওই ম্যাচটির কথা মাথায় ঘুরছে। খেলা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, ‘এই তো ওখানে আমি ফিল্ডিং করছিলাম’, ‘এখানে ব্যাটিং করছিলাম’, ‘এখান দিয়ে ছক্কাটি মেরেছিলাম’।

সাথে যোগ করেন, “ছক্কার ব্যাপারটি হলো, আমি শেষ ওভারের শুরুতেই ঠিক করি, যা করার প্রথম এক-দুই বলের মধ্যে করতে হবে। নইলে পরে অস্ট্রেলিয়াকে ধরা যাবে না। জেসন গিলেস্পিকে প্রথম বলেই ছক্কা মারতে পারায় কাজ হয়ে যায়।”