
ক্রিকেটারদের জনপ্রিয়তার কারণে বিজ্ঞাপন নির্মাণে তাদের দিকেই তাকিয়ে থাকে বিজ্ঞাপন কম্পানি গুলো। আর তাই সাকিব-মাশরাফিদের সাথে বিভিন্ন কোম্পানির চুক্তিবদ্ধ হয়ে আছে। কিন্তু এখানে বাধা হয়ে দাড়িয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন বিসিবির টিম স্পন্সর ‘রবি’ ছাড়া অন্য কোনো টেলিকম কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। আর তাতেই বড় ধরনের ক্ষতির মুখে মাশরাফি-সাকিবরা।
২০১৭ সালের জুন মাসে প্রায় ৬০ কোটি টাকার বিনিময়ে বিসিবির টিম স্পন্সর স্বত্ব কিনে নেয় মোবাইল কোম্পানি ‘রবি’। তখন তাদের শর্তই ছিল রবির বিজ্ঞাপানের বাইরে অন্য কোনো টেলিকম কোম্পানির বিজ্ঞাপন পারবেন না ক্রিকেটাররা। এতদিন এ বিষয়ে গুরুত্ব না দিলেও সম্প্রতি এ ব্যাপারে ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। অন্য টেলিকম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ইতোমধ্যে চুক্তি বাতিলের জন্য নোটিশ পাঠানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আন্তর্জাতিক যে কোন টুর্নামেন্ট বা চুক্তিতেই সাধারণত একই ধরনের দুটি প্রতিষ্ঠানকে রাখা হয় না। আইসিসি মেনে চলে এই রীতি। এ নিয়মের কারণে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও দু’পক্ষের আলোচনাতেই টিম স্পন্সরের শর্ত মেনে চলতে আগ্রহী বিসিবি। তাই তো বিসিবিও টিম স্পন্সরের শর্ত মেনে বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের।’
অপরদিকে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে মাশরাফি-সাকিব-তামিমরা বছরে প্রায় ৪৮ লাখ টাকা বেতন পান বোর্ড থেকে।
অন্যদিকে, ৪ বছরের চুক্তিতে বাংলালিংকের সাথে সাকিবের চুক্তি প্রায় ৫ কোটি টাকার।
তামিম-মাশরাফি-মুশফিকরাও গ্রামীনফোনসহ অন্য কোম্পানি থেকে আয় করে কোটি টাকার মত। তাই বলা য়ায় নতুন নিয়মে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়বেন ক্রিকেটাররা।
