
বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’র। বিশ্ব ক্রিকেটের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। লন্ডনের কেনিংটন ওভাল থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস-১।
টসে জিতে বোলিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
বাংলাদেশ একাদশ:
১. তামিম ইকবাল, ২. সৌম্য সরকার, ৩. সাব্বির রহমান ৪ ইমরুল কায়েস, ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৬. মাহমুদুল্লাহ রিয়াদ, ৭. সাকিব আল হাসান, ৮. মোসাদ্দেক হোসেন সৈকত, ৯. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১০. রুবেল হোসেন ও ১১. মুস্তাফিজুর রহমান।
