এবারের বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে মোট উইকেট নেয়ার তালিকায় বাংলাদেশ ১ নাম্বারে। বাংলাদেশ নিয়েছে মোট ৮৫৬ উইকেট। তারপর শ্রীলঙ্কা ৮২৩ উইকেট।  

এবারে সর্বোচ্চ ৫ বিশ্বকাপ খেলা একমাত্র খেলোয়াড় ক্রিস গেইল। 

২০১১ সালের বিশ্বকাপ মিস না হলে এটা হতো মাশরাফিরও  ৫ম বিশ্বকাপ।  ৪র্থ বিশ্বকাপ খেলছেন মাত্র ৬ জন। এর মধ্যে বাংলাদেশেই ৪ জন। (মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, ধোনি, মালিঙ্গা)।

এবার বিশ্বকাপে কোন দলের ব্যাটসম্যানদের  মোট রানে সবচেয়ে এগিয়ে ভারত। ৪১৫২৬ রান।  দুই নাম্বারে বাংলাদেশ। ২৮১৪৯ রান।  গড় ম্যাচেও সবচেয়ে বেশী অভিজ্ঞ ভারত। ১০৫ ওয়ানডে। যদিও ধোনির ওয়ানডে বেশী হওয়ার কারনে।  দুই নাম্বারে বাংলাদেশ। ৯০ ম্যাচ গড়ে খেলেছে।  সবচেয়ে কম অস্ট্রেলিয়া। ৫৫ ম্যাচ গড়ে খেলেছে তাঁরা।  

এবারের বিশ্বকাপে খেলা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশী ওডিআই  ম্যাচ খেলেছেন ধোনি। (৩৪১ ওডিআই)   আর সবচেয়ে কম ম্যাচ টম ব্লান্ডেল। তিনি কোন ম্যাচই খেলেননি! 

মোট রান ও সেঞ্চুরির তালিকায় কোহলি ১ নাম্বার, গেইল ৩ নাম্বার।   সবচেয়ে বেশী সেঞ্চুরি বিরাট কোহলির। ৪১টি সেঞ্চুরি। তারপর হাশিম আমলার ২৭ সেঞ্চুরি, তৃতীয় গেইল ২৫ সেঞ্চুরী।   

সবচেয়ে বেশী রানও কোহলির ১০৮৪৩ রান ২য় ধোনির ১০৫০০, ৩য়  গেইলের ১০১৫১। 

এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়সী খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৪০ বছর) সবচেয়ে কম বয়স আফগানিস্তানের মুজিব উপর রহমান। (১৮ বছর)  

খেলোয়াড়দের বয়সের গড় হিসেবে  সবচেয়ে বেশী গড় দক্ষিণ আফ্রিকার ৩০ বছর। সবচেয়ে কম গড় আফগানিস্তানের (২৭.৪ বছর)