ফুটবল প্রেমিদের মনে এখনো এই প্রশ্নটা প্রায়ই সবার মনে গুরপাক খেয়ে থাকে  সব ধরনের প্রতিযোগীতায় কে আছে এগিয়ে বার্সালোনা নাকি রিয়াল মাদ্রিদ ! তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কে আছে এগিয়ে ঃ

লা-লীগায় এখন পর্যন্ত বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছে মোট ১৭৪ বার ,এর মধ্যে রিয়াল জিতেছে ৭২ বার ও বার্সালোনা জিতেছে ৬৯ বার এবং ড্র হয়েছে ৩৩ বার ।

কোপা দেলরেতে বার্সা রিয়াল মুখোমুখি হয়েছে ৩৩ বার এর মধ্যে রিয়াল জয়ী হয়েছে ১২ বার ও বার্সা জয়ী হয়েছে ১৪ বার এবং ড্র হয়েছে ৭ বার ।

চ্যাম্পিয়ন লিগে বার্সা রিয়াল মুখোমুখি হয়েছে ৮ বার যার মধ্যে রিয়ার জিতেছে ৩ বার বার্সা জিতেছে ২ বার ও ড্র হয়েছে ৩ বার ।

অন্যান্য প্রতিযোগিতায়  বার্সালোনার মুখোমুখি হয় রিয়াল মারিদ ২০ বার যার মধ্যে রিয়াল জয়ী হয় ৮ বার ও বার্সালোনা জয়ী হয় ৬ বার এবং ড্র হয় ৬ ম্যাচ ।

মোট ফলাফল  বার্সালনাকে মোট ২৩৫ বার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হয় ,রিয়েলের জয় ৯৫ টিতে আর বার্সালোনার জয় ৯১ টি ম্যাচে আর ড্র হয়েছে ৪৯ টি ম্যাচে ।

তাহলে বলা যেতেই পারে বার্সালোনার চেয়ে উপরেই আছে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ।