নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যে মসজিদে গতকাল সন্ত্রাসী হামলা হয়েছে, এক মাস আগে এই মসজিদেই নামাজ পড়েছিলেন মাশরাফি,তামিমরা। সেখানে ছিলেন সাইফউদ্দীনও।
এক মাস আগে যেখানে নামাজ পড়েছেন, সেখানেই ঘটেছে নৃশংস ঘটনা। এ ঘটনায় শিউরে উঠেছেন বাংলাদেশ দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার।
এ নিয়ে সাইফউদ্দিন বলেন, দেশে যখন কোনো মসজিদে নামাজ পড়তে যাই অভ্যাস বসত জুতা চুরি যাওয়ার ভয়ে স্যান্ডেল বা জুতা হাতে নিয়ে ভেতরে ঢুকি।
ওখানেও যখন হাতে জুতা নিয়ে ঢুকছি মিরাজ বলছে, “এটা বাংলাদেশ না নিউজিল্যান্ড! এখানে তোর জুতা কে নেবে?”
আজ এই নৃশংসার ঘটনার পর মনে হলো, জুতা কেউ নেবে না, কিন্তু মানুষের জীবনটাই তো নিয়ে গেল।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

