রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মুখোমুখি ভারত পাকিস্তান। আর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মহারণের আগে ‘পাতানো ম্যাচের’ আশঙ্কা জাগিয়ে বোমা ফাতালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল।

অর্থাৎ এবারের আসরে পাকিস্তান ফাইনালে ওঠেনি, কিন্তু তাদের ওঠানো হয়েছে– এমন দাবিই করছেন পাকিস্তানের সাবেক এই ওপেনার। প্রসঙ্গত, গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে নাকানি চুবানি খাওয়ার পরের দুই ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। এরপরে সেমিতে স্বাগতিক ইংল্যান্ডকে আট উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে নিশ্চিত করে পাকিস্তান।

আর দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পরেও নাখোশ সাবেক তারকা ক্রিকেটার সোহেল। ফাইনাল ম্যাচের আগে পাকিস্তানী মিডিয়াকে আমির সোহেল আরো জানিয়েছেন,

“চ্যাম্পিয়ন্স ট্রফির তলানির দল হিসেবে এসেছিল পাকিস্তান। ভালো খেললে পাকিস্তানকে অবশ্যই শুভেচ্ছা জানাবো। কিন্তু, খারাপ খেললে তাদের সমালোচনা করব। পাকিস্তানের এই সাফল্যে আকাশে উড়ার কোনো কারণ নেই। কারণ, আমরা জানি পাকিস্তানকে ফাইনালে তোলা হয়েছে।”

আরো জানান, “পাতানো ম্যাচের সুবিধা নিয়েই এত দূর এসেছে পাকিস্তান! সরফরাজকে কারও বলা উচিত, তোমরা মহৎ কিছু করেছ ভাবার দরকার নেই। বাইরের কেউ তোমাদের এ জয় পাইয়ে দিয়েছে। আমি তাদের নাম মুখে নিতে চাই না, যারা পাকিস্তানকে কারসাজি করে ফাইনালে তুলেছে। আমরা সবাই জানি, পর্দার আড়ালে কী হয়! পাকিস্তান আসলে মাঠের খেলায় না, বাইরের হস্তক্ষেপে এখানে এসেছে।”

এবারের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। আর লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচের শেষ দিকে পুরো তিনটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে লঙ্কানরা। আর তাতেই সেমিতে উঠেছিল পাকিস্তান। এজন্যই হয়তো আমির সোহেলের সন্দেহের তীর দলের দিকে!