
ইংল্যান্ডের মাটিতে বরাবরই তামিম ইকবালের পারফর্মেন্স নজরে আসার মত ছিল। ২০১০ সালে প্রথমবার ইংল্যান্ড সফরে এসে লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বসেন। লম্বা সময় পর আবার ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেও সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ও আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওভালের মাঠে ১২৮ রানের দারুন এক ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও সেঞ্চুরির (৯৫) খুব কাছে গিয়ে আউট হয়েছেন তামিম। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল সেমিফাইনাল থেকে ভারতের কাছে হেরে বাদ পড়লেও তামিমের ব্যাট থেকে আসে ৭০ রানের ইনিংস।
সব মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিকতায় রান করেছেন টাইগার ওপেনার। ৪ ইনিংসে ৭৩.২৫ গড়ে ২৯৩ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।
ইনফর্ম তামিম তাই ইংলিশ দল গুলোর নজরে ছিল। ইতিমধ্যে এসেক্স কাউন্টি তামিমকে এবারের ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে তাদের দল এসেক্স ঈগলসের হয়ে খেলা প্রস্তাব দিয়েছে।
বিডিনিউজ২৪ এর সূত্রে জানা যায়, ইতিমধ্যে তামিমকে আনুষ্ঠানিক চুক্তিপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। তবে তামিম খেলবেন কিনা এ নিয়ে প্রশ্ন থাকছে।
৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি চলাকালীন সময়ে বাংলাদেশের কোণ খেলা না থাকলেও অতিরিক্ত ক্রিকেটে ভেঙ্গে পড়ার ভয় আছে। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে আবার।
তার পরেই আবার দক্ষিন আফ্রিকায় লম্বা সফর। সব মিলিয়ে তামিম বিশ্রাম নিতে চাইবেন নাকি টি-টুয়েন্টি খেলে বেড়াবেন সেটাই দেখার বিষয়।
