ইতি মধ্যে শহিদ আফ্রিদি, শেন ওয়াটসনের পর সুনীল নারিনকে দলে নিয়েছেন সাকিব আল হাসানের দল ঢাকা ডাইনামাইট।

গত আসরে ডাইনামাইটসে খেলা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে ফ্রেঞ্চাইজিটি। এছাড়া দেশি তারকাদের মধ্যে অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও নাসির হোসাইন, মোসাদ্দেক হোসাইন আর বোলিংয়ে মুস্তাফিজুর রহমান খেলবেন ঢাকার হয়ে।

নতুন করে পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মাদ আমিরকে নিজেদের করে নিয়েছে ডাইনামাইটসরা। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেইজে এই খবর পাওয়া যায়।

মোহাম্মাদ আমির এর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলে গেছেন। তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছেন তিনি।

সব ঠিক থাকলে এবার ঢাকা ডাইনামাইটসের জার্সিতে দেখা যাবে এই পাকিস্তানি ফাস্ট বোলারকে। ম্যাচ গড়াপেটার অভিযোগে নিষেধাজ্ঞা কাটিয়ে আমিরের বিশ্ব ক্রিকেটে ফেরাও এই বাংলাদেশ প্রিমিয়ার লীগ দিয়ে।