চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে আর বাকি আছে মাত্র একদিন পরই। ইতিমধ্যে সব দলই এই আসরে অংশ নিতে ইংল্যান্ডে অবস্থান করছে। অংশ নেয়া আট দলেরই লক্ষ্য শিরোপা জয় করার।

এদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে একটি পরতিবেদন প্রকাশ করেছে।

সেই প্রতিবেদনে আট দলের আট অধিনায়কের নাম এবং তাদের বিশেষ দিক গুলোকে তুলে ধরা হয়েছে। এই আট অধিনায়কের মধ্যে আছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা।

যেখানে মাশরাফিকে একজন নেতা হিসেবে আখ্যায়িত করেছেন তারা। পাশাপাশি তারা মাশরাফিরকে নতুন বলের অন্যতম সেরা পেসার বলেও দাবি করেছেন। আর বিগত দুই বছরে বাংলাদেশের সাফল্য যে এই টাইগার কাপ্তানের হাত ধরেই সেটা এই প্রতিবেদনে তুলে ধরেছেন তারা। প্রতিবেদনটিতে বলা হয়েছে,

‘মাশরাফি একজন নেতা। পুরো দেশ তার উপর বিশ্বাস রেখেছে এবং সে সেটার প্রতিদান দিয়েছে। পাশাপাশি নতুন বলের অন্যতম সেরা বোলার তিনি। বিগত দুই বছরে বাংলাদেশ দলকে তিনি উন্নতির শিখোরে নিয়ে গিয়েছেন।

বাংলাদেশ দল নিয়মিত ভাবে ভালো খেলা শুরু করেছে তার অধীনেই। তিনি জানেন কিভাবে সবাইকে নিয়ে চলতে হয়। তাই তাকে একজন নেতা বললে ভুল হবেনা।’

 

Leave a Reply

Your email address will not be published.