বাংলাদেশের মাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ যুব এশিয়া কাপের আসর। এই আসর শুরু হবে সেপ্টম্বরের ২৯ তারিখ এদিকে আসরটিকে সামনে রেখে এক মাস আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।

যুব এশিয়া কাপে ভারতের স্কোয়াডঃ

  1. পবন শাহ (অধিনায়ক)
  2.  দেবদত্ত পডিক্কল,
  3. যশাবী জেয়ওয়াল,
  4. অনুজ রাওয়াত (উইকেটরক্ষক),
  5. যশ রথোর,
  6. আউশ বদোনি
  7. নেহাল ওয়াদেরা,
  8. পাব সিমরান সিং (উইকেট রক্ষক),
  9. সিদ্ধার্থ দেসাই,
  10. হার্শ তেয়াগি,
  11. অজয় দেব,
  12. ইতিন মংভানি,
  13. মোহিত জংরা,
  14.  সমীর চৌধুরী,
  15. রাজেশ মোহান্তি