
ঈদেরছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন ২৯ ক্রিকেটার। আর অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের কথা বলেন উদীয়মান পেসার আবু জায়েদ রাহি।
এর আগে দুইবার এশিয়া কাপের ফাইনাল হেরেছিলো বাংলাদেশ। ২০১২ সালে ওয়ানডে ফরম্যাটে আর সর্বোশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে দুই রানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় মাশরাফিরা। সব ব্যর্থতা ভুলে আসন্ন এশিয়া কাপে শিরোপা জিততে চায় বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন রাহি।
চ্যাম্পিয়ন হবার জন্যই সংযুক্ত আরব-আমিরাতে যেতে চায় বাংলাদেশ। প্রথম দিনের অনুশীলন শেষে রাহি বলেন, ‘যদি পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফি ভাই বলেছেন, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহন করতে যাচ্ছি না।’
এদিকে উইন্ডিজ সিরিজে মাশরাফির সাথে প্রথম সফর করে রাহি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের সাথে সফরের অভিজ্ঞতা কথা জানিয়ে রাহি বলেন, ‘মাশরাফি ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি। আর আমরা সেটা পেরেছি।’
প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় শুরু হয় টাইগারদের প্রথম দিনের অনুশীলন। শুরুতেই ছিল ফিটনেস ট্রেনিং। সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে প্রথম সেশনের কার্যক্রম।
এরপর দেড় ঘন্টার বিরতি দিয়ে দুপুর দেড়টা থেকে ৪টা পর্যন্ত চলে দ্বিতীয় সেশনের কার্যক্রম। ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি ক্রিকেটাররা অংশ নিয়েছেন ফিল্ডিং অনুশীলনেও।
