
কয়েক দিন পরেই শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগেই শুরু হয়ে গেছে নানা ধরণের আলোচনা। চলতি বছরে এশিয়া কাপ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ই সেপ্টেম্বর।
আসন্ন আসরে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। আর এই এশিয়া কাপের বাংলাদেশকে বিপদজনক দল বললেন ভারতীয় সাবেক কিংবদিন্তী বোলার অজিত আগারকার।
তবে এবারের এশিয়া কাপে পাকিস্তানকেই এগিয়ে রাখলেন অজিত আগারকার। এই ব্যাপারে একটি অনুষ্ঠানে অজিত আগারকার বলেন, ‘এবারের আসর অনুষ্ঠিত হবে যে মাঠে যেই মাঠে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান। আর আমার মনে হয় এই মাঠে সবচেয়ে বেশি সমর্থনও পাবে তারা।’
অজিত আগারকার আরো বলেন, ‘এছাড়াও ভারতের সুযোগ থাকবে। আর এই টুর্নামেন্টের অবশ্যই অন্যতম বিপদজনক দল বাংলাদেশ। তারা ছিলো গতবারের রানার্স আপ দল। তাই আমি তাদেরকেও এগিয়ে রাখবো।’
এবারের এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টেম্বর আর ২৮ তারিখ হবে ফাইনাল ম্যাচ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান ও একটি বাছাই পর্বের দল।
