
আগামী মাসের ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাত থেকে শুরু হচ্ছে এবারেত এশিয়া কাপ। আর ইতিমধ্যেই দ্বিতিয় দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করে দিয়েছে টাইগাররা। তবে এত কিছুর মধ্যেও নানান জল্পনা কল্পনা ছিলো সাকিব খেলবেত? উইন্ডিজ সিরিজে হঠাৎ করে জেগে উঠে সাকিবের আঙ্গুলে পুরোনো ইনজুরি। আর এই ইঞ্জুরি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো অস্ত্রপচার। আর তাই পবিত্র হজ পালন করার জন্য সৌদি আরবে যাওয়ার আগেই বলেছিলেন এশিয়া কাপের মধ্যেই আঙুলের অস্ত্রপচার করতে চাই। কিন্তু বিসিবি সভাপতি চাইছিলেন এশিয়া কাপের পরেই হোক এই অস্ত্রপাচার।
তবে বিসিবির এক সূত্রে জানাযায় এশিয়া কাপের আগে অস্ত্রপাচার করছে না সাকিব। এশিয়া কাপে শেষ করেই অস্ত্রপচার করাবেন তিনি। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করে এমনটাই জানিয়েছে সাকিব।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পরেন সাকিব। এরপর চিকিৎসা নিয়ে ফিরেছিলেন নিদাহাস ট্রফির মাঝখানে। সৌদিআরব থেকে দেশে ফিরেই অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে তার।
