
একজন ফুটবল আরেকজন ক্রিকেট, দুই জন দুই গ্রহের বাসিন্দা। তামিম ইকবালকে পতুর্গিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আদৌ চিনেন কিনা সন্দেহ থাকতে পারে। কিন্তু রোনালদো ঠিকই পায়ের যাদুতে বিশ্বকে চিনিয়েছেন নিজেকে।
তামিম ইকবালই বা বাদ যাবেন কেনো? অনেক আগে থেকেই রোনালদোকে প্রিয় ফুটবলারের স্থানে আসন দিয়েছেন এই ড্যাশিং ওপেনার। শুধুমাত্র রোনালদোরই নয়, তার ক্লাব রিয়াল মাদ্রিদেরও একজন ডাইহার্ড ফ্যান তামিম ইকবাল।
সামনাসামনি কখনোই দেখা হয়নি প্রিয় তারকাকে। ইচ্ছে ছিল ফেভরিট তারকা আর প্রিয় ক্লাবের খেলা দেখবেন গ্যালারিতে বসে। সম্ভবপর হয়ে ওঠেনি কখনো। তবে আজ রাতেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে ড্যাশিং ওপেনারের।
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৭ এর ফাইনালে আজ রাত ১২ টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। ম্যাচটি সরাসরি গ্যালারিতে বসে দেখবেন তামিম। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ইংল্যান্ডে অবস্থান করছে।
লন্ডনে থাকাকালীন সময়েই চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট কেটেছেন তামিম। যার জন্য তামিমের গুনতে হয়েছে ২ হাজার ৭০০ ইউরো। যা বাংলাদেশি টাকায় আড়াই লক্ষ টাকা।
