২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ২৪ তম ম্যাচে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে সাগতিক ইংল্যান্ড। প্রথমে টসে জিতে ব্যাটিং করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯৭ রান করে ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গানের ৭১ বলে ৪ ছয় ও ১৭ ছক্কায় ১৪৮ রানের সুনামীর অবিশ্বাস্য সেঞ্চুরির সাথে সাথে সেঞ্চুরি করেছেন আফগান বিস্ময়বালক রশীদ খানও। 

তবে ব্যাট হাতে নন, তার সেঞ্চুরিটি এসেছে বল হাতে। ৯ ওভারে ৩টা চার ও ১১টা ছক্কায় সবমিলিয়ে দিয়েছেন ১১০ রান। এটি এখন পর্যন্ত বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বাজে বোলিং-এর রেকর্ড। এর আগে সবচেয়ে বেশি রান দেবার রেকর্ড ছিল মার্টিন স্নোডেনের, ইংল্যান্ডের বিপক্ষের ১৯৮৩ সালে ১০৫ রান দিয়েছিলেন তিনি।  

অন্যদিকে ওয়ানডে ইতিহাসে এটি ওয়াহাব রিয়াজের সাথে যৌথভাবে ২য় সর্বোচ্চ রান দেবার রেকর্ড। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াহাব ১০ ওভারে দিয়েছিলেন ১১০ রান। সর্বোচ্চ রান দেবার রেকর্ড অস্ট্রেলিয়ার মিক লুইসের, ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন তিনি। 

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন