বিশ্বকাপে দ্বিতিয় ম্যাচে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। এই ম্যাচে ওয়েস্ট-ইন্ডিজ টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিংয়ে নেমে মাত্র ২১.৪ বলেই অল আউট হয় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ফকর জামান ও বাবর আজম দুই জনে ২২ করে রান সংগ্রহ করে। হাফিজ ১৬ ওহাব রিয়াজ ১৮ রান করে। এই চার জন ছাড়া কেউ দুই অংকের রান করতে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাস ৫.৪ ওভারে ২৭ রানের বিনিময়ে তুলে নেন চারটি উইকেট। দলপতি হোল্ডার ৫ ওভারে ৪২ রানে তুলে নেন তিনটি উইকেট। আন্দ্রে রাসেল ৩ ওভারে ৪ রান খরচায় পান দুটি উইকেট। একটি উইকেট নেন ৪ ওভারে ১৮ রান খরচ করা শেলডন কট্রেল।

