আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ এবং ভারত। ইংল্যান্ডের ওভালে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে না পারলেও খুব একটা খারাপ খেলেনি টাইগারেরা। একটি ম্যাচ কিউইদের কাছে হারলেও মাশরাফি বাহিনী জিতে নিয়েছে দুটি ম্যাচ। তবে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে আইরিশদের বিপক্ষের প্রথম ম্যাচটি।

বিদেশে ভালো খেলতে পারায় মানসিকভাবে কিছুটা চাঙ্গাও আছে তারা। মাত্র কয়েকদিন আগেই টাইগারদের ওয়ানডে দলপতিও জানালেন সেই কথা। একইসাথে তিনি জানিয়েছেন প্রস্তুতি ম্যাচ দুটি খুবই গুরুত্তপূর্ন।

তবে কারন ও ব্যাখ্যা করেছেন তিনি। তার ভাষায়, “ইংল্যান্ডের উইকেট আসলেই কেমন সেটা বুঝতে হলে আমাদের প্রস্তুতি ম্যাচ দুটি ভালো ভাবে খেলতে হবে। ”নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেও হেরেছে মাশরাফির দল। আর তাই এই ম্যাচ জিতে কিছুটা হলেও মানসিক স্বস্তিতে থাকতে চাইবে তারা।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলেও হেরেছে মাশরাফির দল। আর তাই এই ম্যাচ জিতে কিছুটা হলেও মানসিক স্বস্তিতে থাকতে চাইবে তারা।তবে এবারও দলে আছেন ধোনি। কিন্তু অধিনায়কের তকমা এবার বিরাট কোহলির হাতে। আর তাই প্রথমবারের মত বড় কোন আসরে দলকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি। আর নিজের অধিনায়কত্বেও শিরোপা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ডানহাতি এ ব্যাটসম্যানের। স্বভাবতই উত্তেজিত অধিনায়ক কোহলি বলেন,

‘আমি খুবই উত্তেজিত, প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে আইসিসির প্রধান একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছি। শেষবার আমরা শিরোপা জিতেছিলাম কারণ আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো করেছিল, স্পিনাররা ছিল দুর্দান্ত ও ওপেনিং ব্যাটসম্যানরা দারুণ খেলেছিল।’

সাথে তিনি আরো যোগ করেন, ‘এবারের দলটি আগেরবারের চেয়েও বেশি ফিট। চার বছর আগের তরুণ দলটা এখন অনেক বেশি অভিজ্ঞ। গেল তিন-চার বছরে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে।’আর তাই বোঝাই যাচ্ছে প্রস্তুতি ম্যাচ হলেও মাশরাফি বাহিনী এবং কোহলি বাহিনী কেউই কাউকে হেলার চোখে দেখবে না। প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে সকল প্রস্তুতি ম্যাচ ‘লিস্ট এ’ ম্যাচ হিসেবে বিবেচিত হবে।

আর এই প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য একাদশ কেমন হবে নিয়ে খুব একটা জানা যায়নি। সাধারণত এসব ম্যাচে দলীয় শক্তি পরীক্ষার পাশাপাশি রিজার্ভ বেঞ্চও পরীক্ষা করে দেখা হয়। আর তাই কোনো তারকা ক্রিকেটার আগামীকাল মাঠে না নামলে অবাক হওয়ার কিছুই থাকছে না।

বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান ও শফিউল ইসলাম।

ভারত স্কোয়াডঃ

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

Leave a Reply

Your email address will not be published.