
আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে আমেরিকান ফুটবলের সব থেকে বড় আসর কোপা আমেরিকা। এবারের আসরে আয়জক হচ্ছে ফুটবলের আরেক পরাশক্তি দেশ ব্রাজিল। এই আসরে অংশগ্রহণ করেছে মোট দশটি দেশ। অথিতি দেশ হিসেবে রয়েছে কাতার ও জাপান।
দেখুন কোপা আমেরিকার সময় সূচীঃ
- ১৫ জুন ব্রাজিল বনাম বলিভয়া ভোর ৬:৩০ মিনিট।
- ১৬ জুন ভেনেজুয়েলা বনাম পেরু রাত ১:০০টা।
- ১৬ জুন আর্জেন্টিনা বনাম কলম্বিয়া রাত ৪:০০টা।
- ১৭ জুন পেরাগুয়ে বনাম কাতার রাত ১:০০টা।
- ১৭ জুন উরুগুয়ে বনাম ইকুয়েডর রাত ৪:০০টা।
- ১৮ জুন জাপান বনাম চিলি ভোর ৫:০০ টা।
- ১৯ জুন বলিভয়া বনাম পেরু রাত ৩:৩০ মিনিট।
- ১৯ জুন ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ভোর ৬:৩০ মিনিট।
- ২০ জুন কলম্বিয়া বনাম কাতার রাত ৩:৩০ মিনিট।
- ২০ জুন আর্জেন্টিনা বনাম পেরাগুয়ে ভোর ৬:৩০।
- ২১ জুন উরুগুয়ে বনাম জাপান ভোর ৫:০০টা।
- ২২ জুন ইকুয়েডর বনাম চিলি ভোর ৫:০০টা।
- ২৩ জুন পেরু বনাম ব্রাজিল রাত ১:০০ টা।
- ২৩ জুন বলিভয়া বনাম ভেনেজুয়েলা রাত ১:০০টা।
- ২৪ জুন কাতার বনাম আর্জেন্টিনা রাত ১:০০ টা।
- ২৪ জুন কলম্বিয়া বনাম পেরাগুয়ে রাত ১:০০ টা।
- ২৫ জুন চিলি বনাম উরুগুয়ে ভোর ৫:০০টা।
- ২৫ জুন ইকুয়েডর বনাম জাপান ভোর ৫:০০টা।
এটি বাংলাদেশের সময় সূচী অনুযায়ী।
