আর কয়েক দিন পরই পর্দা উঠবে ফুটবলের আরেক আসর কোপা আমেরিকা। সে লক্ষ্যে আর্জেন্টাইন কোচ প্রাথমিক দল ঘোষণা করেছে। বুধবার ১৫ মে, ৪০ সদস্যের স্কোয়াড গোষণা করেছে এএফএ। ৩০ মে কোপা আমেরিকার জন্য ২৩ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আর্জেন্টিনা।
আগামী মাসের ১৪ জুন থেকে ৭ জুলাই ব্রাজিলের মাঠিতে অনুষ্ঠিত এই আসর। সেই অঞ্চলের ১০ দলের সঙ্গে এবার প্রতিযোগিতাটিতে লড়বে কাতার ও জাপান। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।
প্রাথমিক দল-
গোলরক্ষক:
- ফ্রাঙ্কো আরমানি,
- এস্তেবান আন্দ্রাদা,
- অগাস্তিন মার্চেসিন,
- হুয়ান মুসো,
- গেরোনিমো রুলি।
ডিফেন্ডার:
- রেনসো সারাভিয়া,
- গ্যাব্রিয়েল মারকাদো,
- নিকোলাস ওতামেন্দি,
- জার্মান পেজ্জেয়া,
- ওয়াল্টার কেনম্যান,
- নিকোলাস তাগলিয়াফিকো,
- মার্কোস আকুনা,
- রামিরো ফুনেস মোরি,
- হুয়ান ফয়েথ।
মিডফিল্ডার:
- লিয়ান্দ্রো পারেদেস,
- আঞ্জেল ডি মারিয়া,
- জিওভানি লো সেলসো,
- এজিকুয়েইল পালাসিওস,
- গুইদো রোদ্রিগেজ,
- রবের্তো পেরেইরা,
- রোদ্রিগো দে পল,
- মাতিয়াস জারাচো,
- গঞ্জালো মার্তিনেস,
- ম্যাক্সিমিলিয়ানো মেজা,
- ইভান মারকোন।
ফরোয়ার্ড:
- পাউলো দিবালা,
- লিওনেল মেসি,
- সার্জিও আগুয়েরো,
- লুতারো মার্তিনেজ,
- মাউরো ইকার্দি,
- অ্যাঞ্জেল কোরেয়া,
- মাতিয়াস সানচেজ।

