আর মাত্র কয়েক দিন পর শুরু হচ্ছে ফুটবলের আরেক আসর কোপা আমেরিকা। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ব্রাজিলে। আর তাই আসন্ন কোপা আমেরিকা উপলক্ষ্যে ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করলেন ব্রাজিল কোচ।  

এক নজরে দেখেনিন: 

গোল্কিপারঃ 

  1. এলিসন ,
  2. এডারসন ,
  3. ক্যাসিও 

ডিফেন্ডারঃ 

  1. থিয়াগো সিলভা ,
  2. মার্কুইনহোস ,
  3. মিরান্ডা ,
  4. এডার মিলিতাও ,
  5. ফিলিপে লুইস ,
  6. এলেক্স সান্দ্রো,
  7. আলভেস,
  8. ফাগনার। 

মিডফিল্ডারঃ 

  1. ক্যাসেমিরো ,
  2. ফার্নান্দিনহো ,
  3. কৌতিনহ,
  4. আর্থার, 
  5. এলান, 
  6. পাকুয়েতা। 

এট্যাকারঃ 

  1. জেসুস,
  2. ফিরমিনো,
  3. নেইমার,
  4. রিচার্লিসন,
  5. নেরেস,
  6. এভারটন।