বিশ্বরেকর্ডের গড়েছেন আফগানিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ নবী। ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এই রেকর্ড করল মোহাম্মদ নবী। নিজ দেশের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এই বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে গড়েছে এই রেকর্ড।

আজকের ম্যাচটি ছিলো আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের শততম ওয়ানডে ম্যাচ সেই সাথে নবীরও শততম ওয়ানডে ম্যাচ। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শুরু থেকে দেশের শততম ওয়ানডে ম্যাচ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেছেন নবী।

এই রেকর্ডে নবীর ধারেকাছে কেউ নেই। কেনিয়ার স্টিভ টিকোলো নিজ দেশের হয়ে ৪৯তম ওয়ানডে পর্যন্ত খেলে রেকর্ড গড়েছিলেন। জিম্বাবুয়ের হয়ে দেশের ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলে এই তালিকায় তৃতীয় অবস্থানে হটন।

বাংলাদেশের হয়ে এই রেকর্ডটি বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুুর দখলে। দেশের প্রথম ১৯ ওয়ানডেতে টানা খেলেছেন তিনি।