
ক্রিকেট বিশ্বে সবচেয়ে দ্রুতগতির বল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন এমন বোলারের সংখ্যা খুব বেশি নয়। একজন পেসারের বড় শক্তিই হলো তার বলিং লাইন ঠিক রেখে পাশাপাশি গতি।
গতিহীন পেসাররা বর্তমানে বিশ্ব ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারেন না। তবে যারা গতি দিতে পারে না কিন্তু বলে ভালো সুয়িং করাতে পারেন তারা পেসারদের চেয়েও ভয়ংকর বোলার হিসেবে স্বীকৃত। বর্তমানে বিশ্ব ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির বল করেছেন- এমন পাঁচজন বোলারের তালিকা নিম্নরূপ:
১. 
পাকিস্তানের সাবেক ডানহাতি পেসার শোয়েব আকতার রয়েছেন এই তালিকার সবার উপরে। শোয়েব রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসেবেও বেশ সুপরিচিত। বিশ্ব ক্রিকেটে দ্রুতগতির এই ডেলিভারিটি ছিল ১৬১.৩ কিলোমিটার গতির।
২. 
এই তালিকার ২য় অবস্থানে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান সাবেক বলার ব্রেট লি। ব্রেট লির দ্রুততম বলের গতি ছিল ১৬০.৮। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।
৩. 
এই তালিকার তিনে আছেন অস্ট্রেলিয়ার ডানহাতি দ্রুতগতির বোলার শন উইলিয়াম টেইট । তার দ্রুতগতির ডেলিভারি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ১৬০.৭ গতিতে।
৪. জিওফ্রে রবার্ট থমসন সাবেক অস্ট্রেলিয়ান ডানহাতি পেস বোলার। দ্রুততম বলের সেরা পাঁচের চারে অবস্থান করছেন তিনি। তার সময়কার দ্রুততম বলার ছিলেন থমসন। থমসনের দ্রুততম ডেলিভারি ১৬০.৪ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৫. এই তালিকায় পাঁচে আছেন আন্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার যিনি দু’দুবার করে ৭ উইকেট নিয়েছেন টেস্ট ম্যাচে। রবার্টস এর দ্রুততম ডেলিভারি ছিল ১৯৭৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৯.৫ গতিতে।
