বৃষ্টির মত উইকেট পড়ায় গ্যালে টেস্ট এর দ্বিতীয় দিন ছিল ক্রিকেটপ্রেমীদের জন্য চমক এর মত। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা আরো একবার হার মানলেন স্পিনারদের বিপক্ষে। রাঙ্গানা হেরাথ এর জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে হ্যাট্রিক করার কারণে।

অস্ট্রেলিয়া দিন শুরু  করে ৫৪/২ এ। তিন ওভারের মধ্যে খাওাজা ও স্কিপার স্মিথ দুজনেই মাঠ ছাড়েন প্রতিপক্ষ শ্রীলঙ্কার স্পিনারদের কাছে উইকেট দিয়ে। একমাত্র মিশেল মারশ ছাড়া কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বরং পরপর তিন বলে ভোগস, নেভিল এবং স্টারককে আউট করে হ্যাট্রিক করেন শ্রীলঙ্কান বোলার হেরাথ।

মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস, তারমধ্যে চারজন ব্যাটসম্যান শুন্য রানেই মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার স্পিনার হেরাথ এবং দিলারুন দুইজনেই চারটি করে উইকেট নেন।

১৭৫ রানে এগিয়ে থেকে ইনিংস শুরু করে লংকান ব্যাটসম্যানরা কিন্তু ১২১ রানেই ৬টি উইকেট হারায় তারা। পেরেরা, ডি সিলভা ও হেরাথ ভারসাম্য ফিরিয়ে আনতে সমর্থ হন। দিলারুন পেরেরা তার দ্বিতীয় টেস্ট ফিফটি করেন, অপরদিকে ডি সিলভা ও হেরাথ যথাক্রমে ৩৪ ও ২৬ করে রান করেন।

দিন শেষ হওয়ার কিছু আগে ২৩৭ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়াকে ৪১৩ রানের টার্গেট দেওয়ার মাধ্যমে। অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টারক ৬ উইকেট নেন দ্বিতীয়  ইনিংসে, প্রথম ইনিংসে তিনি ৫টি  উইকেট পান। এই প্রথম  কোন টেস্ট ম্যাচে ১০ উইকেট পেলেন স্টারক।

এরপর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয়  ইনিংস শুরু করে এবং দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২৫ রান নিতে সক্ষম হয়। ওয়ারনার ২২ রানে ও স্মিথ ১ রানে ব্যাট করছিলেন তখন পর্যন্ত।

পুরোদিনের খেলা শেষে দেখা যায় যেখানে শ্রীলঙ্কার স্পিনাররা উইকেট এর পর উইকেট পেয়ে যাচ্ছিলেন সেখানে অস্ট্রেলিয়ান স্পিনার লায়ন মাত্র একটি উইকেট  নিতে সক্ষম হন দ্বিতীয়  ইনিংসে। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয়  ইনিংসে কতটুকু যেতে পারে সেটা জানার জন্য দর্শকদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published.