
মোহাম্মদ রফিক একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্বদানকারী উইকেট শিকারি ছিলেন। তিনি একজন বাঁ-হাতি স্পিনার।
বোলিংয়ের ধরন স্লো লেফট আর্ম অর্থড।
টেষ্টে ৩৩ ম্যাচ খেলে নিয়েছিলেন ১০০ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়ে ছিলেন ৭ বার সেরা বোলিং ৬/৭৭।
ওয়ানডে ১২৫ ম্যাচ খেলে নিয়েছিলেন ১২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার সেরা বোলিং ৫/৪৭।
বাংলাদেশ দলে স্পিন কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মাদ রফিক। বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াড এইচপি দলের স্পিন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এখন মোহাম্মদ রফিক!
যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ রফিক বলেন, ওরা আমাকে ডাকে না। আমি কিন্তু সবসময়ই রাজি।বাংলাদেশ দলের স্পিন কোচ হয়ে কাজ করার জন্য,কিন্তুু বিসিবি থেকে আমাকে যেই সময়েই ডাকা হয় আমি তখনই হাজির হই!
স্পিন হান্টের প্রচারণাতে ছিলেন রফিক ভাই। জেলা পর্যায়ের স্পিনাররা ঢাকাতে আসলে রফিক ভাইকে জানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু জানানো হয়নি। এমনকি ট্রফিও দেওয়া হয়, কিন্তু ডাকা হয় না রফিক ভাইকে!
