সাকিব আল হাসান কে নিয়ে যেমন হতাশ হয়েছে ভক্তরা, ঠিক তেমনি হতাশ হচ্ছেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও। কারন বেশ কিছুদিন ধরেই তাকে আর আগের রুপে দেখা যাচ্ছে না।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যদিও লড়াই করতে পেরেছিলো বাংলাদেশ, কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে যেন একেবারেই এক ছন্নছাড়া বাংলাদেশকে দেখা গিয়েছে।

ভারতের ছুঁড়ে দেয়া ৩২৫ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮৪ রানে অলআউট হয়ে গেছে তারা। একে তো বাজে ব্যাটিং তার ওপর যাচ্ছেতাই বোলিংয়ের প্রদর্শনী পুরোপুরি ডুবিয়েছে বাংলাদেশ দলকে।

বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফর্মহীনতা সবচাইতে বড় ব্যর্থতা হয়ে দেখা দিয়েছে এই ম্যাচেও। বেশ কিছুদিন থেকেই নিজেকে হারিয়ে খোঁজা সাকিব ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন নিস্প্রভ।

মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে দলের অধিনায়কত্ব করা সাকিব এদিন মাত্র ৭ রানে আউট হয়েছেন। আর বল হাতে ৩ ওভারে ২৩ রানে উইকেট শুন্য ছিলেন তিনি।

দলের সেরা এই অলরাউন্ডারের এরূপ হতাশাজনক পারফর্মেন্সে স্বভাবতই বেশ হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। হতাশা লুকাতে না পেরে ইতিমধ্যে তিনি বলেই দিয়েছেন সাকিবের সময় শেষ হয়ে আসছে, সুতরাং তাঁর বিকল্প ভাবার সময় এসেছে!

চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দৈনিক প্রথম আলোর বিশেষ ভিডিও আড্ডা ‘ছক্কা’ অনুষ্ঠানে আলোচনাকালে এমনটা জানান লিপু। সাকিবের বিকল্প চিন্তা করা দরকার জানিয়ে তিনি বলেন,

‘সাকিব এখনো মাঝেমধ্যে একটি-দুটি দুর্দান্ত ডেলিভারি দিচ্ছে। কিন্তু সাকিব নামটার জন্য তা যথেষ্ট নয়। সাকিব পুরো ১০ ওভার বোলিং করবে, এমনটা ভেবে রণকৌশল সাজানো হবে কি না, এখন এ নিয়েও ভাবার সময় এসেছে। সত্যি বলতে কি, সাকিবের বিকল্প ভাবার সময় এসে গেছে। ’

‘সাকিব এখনো মাঝেমধ্যে একটি-দুটি দুর্দান্ত ডেলিভারি দিচ্ছে। কিন্তু সাকিব নামটার জন্য তা যথেষ্ট নয়। সাকিব পুরো ১০ ওভার বোলিং করবে, এমনটা ভেবে রণকৌশল সাজানো হবে কি না, এখন এ নিয়েও ভাবার সময় এসেছে। সত্যি বলতে কি, সাকিবের বিকল্প ভাবার সময় এসে গেছে। ’

Leave a Reply

Your email address will not be published.