টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম চার দিনের দিবা-রাত্রির ম্যাচ আয়জন করে দক্ষিন আফ্রিকা। সে ম্যাচের দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১২০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় সফরকারী জিম্বাবুয়ে। চারদিনের ক্রিকেট ম্যাচটি দ্বিতীয় দিনের ডিনারের আগেই শেষ হয়ে যায়।

পুরো ম্যাচেই ব্যাট ও বল হাতে ব্যর্থ জিম্বাবুয়ে। তাই জিম্বাবুয়েকে টেস্ট ক্রিকেট থেকে দূূরে থাকা প্রয়জন বলে মনে করেন দেশটির কোচ এবং সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক।  তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ের অনেক বেশি ওয়ানডে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকা উচিত।

অথবা নীচের সারির ছোট দলগুলোর সাথে টেস্ট ক্রিকেট খেলা উচিত। বড় দলগুলোর থেকে দূরে থাকা উচিত। ‘ ইনিংস ব্যবধানে এমন লজ্জাজনক পরাজয়ের হারের জন্য টেস্ট ক্রিকেটে নিজেদের ঘাটতির কথাই বললেন জিম্বাবুয়ের কোচ স্ট্রিক। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলার মত সামর্থ্য আমাদের নেই। টেস্ট খেলায় অনেক ঘাটতি রয়েছে আমাদের। টেস্ট ক্রিকেট খেলতে গেলে অনেক ক্ষেত্রে উন্নতির ব্যাপার রয়েছে।

আপাতত তাই টেস্ট ক্রিকেট থেকে আমাদের দূরেই থাকা উচিত। তবে ওয়ানডে ক্রিকেটে আমরা ভালো করতে পারব বলে আমি আশাবাদী।