রুয়ান কালপাগের বিদায়ের পর থেকেই একজন স্পিন কোচের সন্ধানে বোর্ড। বোর্ডের সংক্ষিপ্ত তালিকায় যে কজন আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ম্যাকগিল।

তবে ম্যাকগিল নিজে এ কাজে আগ্রহী কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি রাজি হলেও তাঁকে দীর্ঘ সময়ের জন্য পাবে না বাংলাদেশ। প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে স্পিন কোচকে।

ওয়ার্নের যুগে জন্ম নেয়ায় স্টুয়ার্ট কখনো অস্ট্রেলিয়া দলের প্রথম চয়েস হতে পারেনি, কিন্তু যখনি সুযোগ পেয়েছেন নিজের লেগস্পিন জাদুতে ব্যাটসম্যান দের ঘুরপাক খাইয়েছেন!!

২০০৮ সালে অবসর নেয়ার আগে ৪৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল, ২০৮ উইকেট নিয়েছেন, দুর্ভাগ্যবশত ৩ ওয়ানডে ম্যাচে ৬ উইকেট পেয়েও খেলার সুযোগ পাননি আর এই ফরম্যাটে। মজার বিষয় হল, বাংলাদেশের ব্যাটসম্যান এর জন্য যম ছিলেন এই লেগস্পিনার!! ২০০৩-২০০৬ সালে স্টুয়ার্ট ৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন বাংলাদেশের সাথে, ২৯.২ স্ট্রাইক রেটে ৩৩ উইকেট নিয়েছেন!!

২০১৩ সালে অস্ট্রেলিয়ার স্পিন প্রোগ্রামের দায়িত্বে ছিলেন।, ফাওয়াদ আহমেদ, এশটন এগার, এশটন টার্নার ও নাথান লিয়নের মত স্পিনারদের নজরে আনেন এই লেগি!

এখনো কনফারমেশন ঘোষনা আসেনি বিসিবি থেকে, তবে সময় বলে দিবে স্টুয়ার্ট ম্যাকগিল কতটা ভাল চয়েস!