টি২০ ক্রিকেট মানেই সাকিব আল হাসান। নিজ দেশের সিমা পেরিয়ে আইপিএল, সিপিএল, বিগব্যাশ, পিএসএল সহ খেলেছেন আরো অনেক লীগ। সব জায়গাতেই নিজের সেরাটা প্রমাণ করে চলেছে সাকিব আল হাসান।

তবে সবচেয়ে সেরা বলিং এর সাফল্য পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এ। ২০১৩ সালে ৩ আগষ্টে নিজ দল বার্বাডোজ টাইটান্সের হয়ে সকল ধরনের টি২০ ক্রিকেটের দ্বিতীয় সেরা বোলিং করেন সাকিব।

৪ ওভারে ১ মেডেন দিয়ে মাত্র ৬ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

এখনো যা রেকর্ড হিসেবে গৌরবের সাথে টিকে আছে। এ বছরও ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এ জ্যামাইকার হয়ে খেলবেন সাকিব আল হাসান।