এশিয়া কাপের মুল পর্ব শুরু হওয়ার আগে বাছাই পর্ব শুরু হয়েছে আজ। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে মালয়েশিয়া। প্রথমে টসে জিতে ফিল্ডিং করে মালয়েশিয়া। ফিল্ডিংয়ে নেমে হংকংকে ১৬১ রানে অলআউট করে মালয়েশিয়া। ১৬২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে জয় পায় মালয়েশিয়া ক্রিকেট দল। ফিল্ডিংয়ে নেমে শুভ সুচনা করে মালয়েশিয়া। ১৭ রানেই তাদের প্রথম উইকেট তুলে নেয় তারা।এরপর ওপেনার রাথ আর হায়াতের ব্যাটে এগুতে থাকে হংকং। কিন্তু ৫৯ রানে পর দুই হারিয়ে চাপে পড়ে যায় তারা। একপ্রান্তে হায়াত উইকেট আগলে রাখলেও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারায় তারায়। শেষ পর্যন্ত হায়াতের ৫৮ রানে ভর করে সব কটি উইকেট হারিয়ে ৩ ওভার বাকি থাকতেই ১৬১ রানে অলআউট হয়ে যায় হংকং। মালয়েশিয়ার হয়ে সিং,ফিতরি, ইদরুস ৩ টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে ভালো কিছু করতে পারেনি মালয়েশিয়া। ১০ রানের মাথায় তাদের প্রথম উইকেট হারায়। তবে ওপেনার শরিফ বেশ দৃড়ভাবেই ব্যাটিং করতে থাকেন। একের পর এক উইকেট পড়লেও ছোট ছোট কিছু পার্টনারশিপ গড়েন তিনি। ৪৯ রান করে বিদায় নেয় এই ওপেনার। তবে বিদায় নেওয়ার আগে জয়ের ভিত কিছুটা মজবুত করেই দিয়ে যান তিনি। পরবর্তীতে অন্যান্য ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে ৭ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের জয় পায় মালয়েশিয়া। হংকংয়ের হয়ে নাইম আহমেদ সর্বোচ্চ ৪ টি উইকেট শিকার করেন।