
আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ এবং স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটির।
কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
আজকের ম্যাচে ইংলিশ বধের জন্য যে নিজেদের সেরাটাই টাইগারদের দিতে হবে এই ম্যাচে এতে কোনো সন্দেহ নেই। কারণ নিজেদের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের থেকে অনেকখানিই এগিয়ে আছে ইংলিশরা।
এখন পর্যন্ত মোট ১৯টি ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে টাইগাররা যার মধ্যে জয়ের দেখা পেয়েছে মাত্র ৪ টিতে। এর মধ্যে আবার দুইটি জয় ইংল্যান্ডের মাটিতে এবং আরেকটি অস্ট্রেলিয়া বিশ্বকাপে।
তবে ইংলিশদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হলেও বোলিং-ব্যাটিং এবং ফিল্ডিং তিন বিভাগেই একসঙ্গে জ্বলে উঠতে পারলে ভালো কিছু সম্ভব বলে ধারণা করছেন অনেকেই।
