
আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই বাংলাদেশ দলের ক্যাম্পে আলাদা শিহরণ কাজ করবে। কারন ইংল্যান্ডকে পর পর দুই আইসিসি বিশ্বকাপে হারিয়ে এসেছে টাইগাররা।
আর সেই দলের সিংহভাগ ক্রিকেটার আজ বাংলাদেশ দলে রয়েছে। আজকের ম্যাচ জয় পেলেই আইসিসি ইভেন্ট ইংল্যান্ডকে হারানো হ্যাট্রিক হয়ে যাবে বাংলাদেশের।
যদিও কাজটা এবার সহজ হবে না। সময়ের সাথে সাথে ইংল্যান্ড দল অনেক পরিনত হয়েছে। এবারের আসরে হট ফেভারিট বলতে গেলে ইংল্যান্ডের সবার উপরে থাকবে।তার উপর খেলা হচ্ছে ইংল্যান্ডের চেনা কন্ডিশনে।
সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাবনা ক্ষীণ বলে ভুল হবে না। এছাড়া সব মিলিয়ে বাংলাদেশ দল ইংলিশদের ঊনিশ বারের দেখায় হারিয়েছে মোট চারবার।এদের মধ্যে ২০১০ সালে ইংল্যান্ডের নিজেদের মাটিতেই স্বাগতিকদের হারিয়েছিল মাশরাফির বাংলাদেশ।
আজকের ম্যাচে জয় পেলে ষষ্ট দল হিসেবে আইসিসি ইভেন্ট ইংলিশদের বিপক্ষে হ্যাট্রিক জয়ের কাতারে চলে আসবে বাংলাদেশ।
এর আগে দক্ষিণ আফ্রিকা (৫), নিউজিল্যান্ড (৫), ভারত (৪), অস্ট্রেলিয়া (৩) এবং শ্রীলংকা (৩) ইংলিশদের টানা তিন আইসিসি ইভেন্ট হারিয়েছিল।
