২৯ অক্টোবর নিষেধাজ্ঞায় পরে সাকিব। তখন সাকিব আল হাসান আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে ছিলেন

  • ওয়ানডেতে- ১ নম্বর
  • টি-টোয়েন্টিতে- ২ নম্বর
  • টেস্টে- ৩ নম্বর 

এর পর আইসিসি টি২০ নতুন র‍্যাংকিং তৈরি করে। সেখান থেকে মুছে যায় সাকিবের নাম। এখন টি২০ এক নাম্বার র‍্যাংকিংয়ে আছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। এই তালিকায় নেই সাকিবের নাম। 

এর পর ওয়ানডে র‍্যাংকিং থেকেও মুছে ফেলা হয় সাকিবের নাম। এখন ওয়ানডে এক নাম্বার র‍্যাংকিংয়ে আছে বেন স্টাক। 

এখন বাংলাদেশ ভারতের টেস্ট ম্যাচের মধ্যদিয়ে টেষ্টের র‍্যাংকিং নির্ধারণ করা হবে। এই র‍্যাংকিংয়েও মুছে যাবে সাকিবের নাম।  

উল্লেখ্য, আইসিসি কর্তৃক কোন ক্রিকেটার নিষিদ্ধ থাকলে তিনি র‍্যাংকিংয়ে অন্তর্ভূক্ত হতে পারেন না। নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী হালনাগাদেই বিবেচনার বাইরে চলে যান নিষিদ্ধ ক্রিকেটার।