সাদা পোশাকেও বাংলাদেশকে র‍্যাংকিংয়ে সেরা ৬-এ দেখতে চান মাশরাফী!

সাদা পোশাকে আর ২২ গজে আর কখনো নামা হবেনা তবুও মুশফিকের টেস্ট দল নিয়ে চিন্তা-ভাবনায় থেমে নেই মাশরাফী। এই সাদা পোশাকে মাশরাফী বিন মোর্ত্তজার এমন ছবি হয়তো স্মৃতির পাতায় অস্পষ্ট। ইনজুরির থাবায় বাধ্য হয়েই ক্রিকেটের এলিট ফর্ম ছেড়েছিলেন সেই ২০০৯ সালে। অথচ এই টেস্ট ক্রিকেট দিয়েই আর্ন্তজাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিলো ক্যাপ্টেন ফ্যান্টাসটিকের!

টেস্টে সাফল্য পেতে হলে পেস বোলারদের হতে হবে প্যাশোনেট। কোর্টনি ওয়ালশ, চাম্পাকা রামানায়েকেদের হাতে সেই জাদু আছে বলে বিশ্বাস টাইগার ক্যাপ্টেনের।

ম্যাশ আরো বলেন ওয়ানডের মতো টেস্টেও র‍্যাংকিংয়ের সেরা ছয়ে থাকতে পারে বাংলাদেশ। সেজন্য প্রয়োজন ভালো মানের পেইসার অভিজ্ঞ ক্রিকেটাররাই টিম বাংলাদেশের প্রাণ তাদের সাথে তরুণদেরও তৈরী করতে হবে দ্রুত!

বর্তমান বিশ্বের সেরা তিন ওপেনারের একজন হলেন তামিম ইকবাল, মাশরাফীর পরামর্শ, টেস্টে সৌম্য-সাব্বির-ইমরুলদের আর ধৈর্য্য বাড়াতে হবে।

১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার যার বাংলাদেশের ক্রিকেটের দিকপাল পরিবর্তনের সাক্ষী মাশরাফী বিন মোর্ত্তজার ভাবনা এদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফটা উপরেই উঠছে!