
রিও অলিম্পিক এর আসরে গতদিন ব্যস্ত সময় পার করেছে ফুটবল এর ১৬টি দল তাদের ম্যাচ নিয়ে। দর্শকরা সাক্ষী হয়েছে কিছু ড্র ম্যাচ এর, সর্বমোট আটটি ম্যাচ এর চারটিই ড্র হয়েছে।
গ্রুপ এ এর ম্যাচে, স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হয় দক্ষিন আফ্রিকার এবং ইরাক মুখোমুখি হয় ডেনমার্ক এর। ব্রাজিল এর দর্শকদের জন্য দিনটি ছিল হতাশার। ব্রাজিল কোন গোল দিতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দক্ষিন আফ্রিকার Mvala ৫৯ মিনিট এর সময় লাল কার্ড পাওয়ায় ১০ জন খেলোয়াড় নিয়েই খেলা শেষ করতে হয় তাদেরকে কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। ৭ই আগস্ট এর খেলায় ব্রাজিল এর প্রতিপক্ষ ইরাক ও ডেনমার্ক এর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
অপরদিকে গ্রুপ বি এর ক্ষেত্রে জাপান বনাম নাইজেরিয়ার ম্যাচ ছিল টানটান উত্তেজনাময় যা খেলার ফলাফল দেখেই সহজে অনুমেয়। নাইজেরিয়া এই ম্যাচে ৫-৪ এ হারায় জাপানকে। এক পর্যায়ে ৫-২ এ পিছিয়ে থাকার পর ও জাপান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে আরও দুইটি গোল দিতে সক্ষম হয়। গ্রুপ এর অন্য ম্যাচে কলম্বিয়া এবং সুইডেন ২-২ এ ড্র করে। নাইজেরিয়া মুখোমুখি হবে সুইডেন এর এবং জাপান মুখোমুখি হবে কলম্বিয়ার ৭ই আগস্ট।
জার্মানির প্রতিপক্ষ ছিল মেক্সিকো গ্রুপ সি এর প্রথম ম্যাচে যা ২-২ ড্রয়ে শেষ হয়। গ্রুপ এর অপর ম্যাচে অনেকগুলো গোল এর সাক্ষী হয় দর্শকরা। দক্ষিন কোরিয়া ৮-০ গোল এ ঘায়েল করে ফিজিকে। প্রথমার্ধে মাত্র একটি গোল দিলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭টি গোল হজম করতে হয় ফিজির গোলকিপার তামানিসাউকে। কোরিয়ান মিডফিল্ডার রাইউ এদিন হ্যাট্রিক করেন। ৭ই আগস্ট এর খেলা হবে মেক্সিকো বনাম ফিজি ও জার্মানি বনাম দক্ষিন কোরিয়া।
ফুটবলপ্রেমীদের চোখ ছিল গ্রুপ ডি এর ম্যাচ এর দিকে যেখানে ছিল হট ফেভারিট আর্জেন্টিনার খেলা। কিন্তু আর্জেন্টিনা তার দর্শক দেরকে হতাশ করে পর্তুগাল এর কাছে ২-০ গোল ব্যবধানে হেরে যায়। পেসিএন্সিয়া এবং পিতে পর্তুগাল এর হয়ে গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। গ্রুপ ডি এর অন্য ম্যাচে হন্ডুরাস ৩-২ এ পরাজিত করে প্রতিপক্ষ আলজেরিয়াকে। প্রথমার্ধে আলজেরিয়া কোন গোল দিতে না পারলেও বিরতির পর ২টি গোল দিয়েও পরাজয় এড়াতে ব্যর্থ হয় তারা। ৭ই আগস্ট আর্জেন্টিনা মুখোমুখি হবে আলজেরিয়ার এবং পর্তুগাল মুখোমুখি হবে হন্ডুরাস এর।
