বার্সার সাথে মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে শিগগিরই। তারপরও এখনো বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি তাদেরকে সম্ভাব্য সব শিরোপা জেতানো ফুটবলার লিওনেল মেসি।

গত জুলাইয়ে যখন মেসির বার্সা ছাড়ার গুঞ্জন শুরু হয়, তখন বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয় যে, দ্রুতই তাদের সঙ্গে নতুন চুক্তিতে আসছেন এই ফুটবলার।

কিন্তু বাস্তবতা হলো আগস্টের মাঝামাঝি সময়েও মেসির সই পায়নি কাতালান ক্লাবটি।চলতি মাসের শুরুতেও বার্সা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে বলে যে,

মেসি তাদের সঙ্গে নতুন একটি চুক্তি করতে সম্মত হয়েছেন। এই চুক্তি অনুসারে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন তিনি।