২০১৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। এ খেলায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ বনাম ইংল্যান্ড। এবারো আম্পায়ারের অবহেলায় অবহেলিত হয়েছে বাংলাদেশ।

২০১৫ সালের বিশ্বকাপ খেলায় ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত ছিলো বাংলাদেশের বিপক্ষে। এবারো তামিমের ধরা ক্যাচ নিয়েও সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে। যদি এবারের ক্যাচটি যদি বাংলাদেশের পক্ষে থাকতো তাহলে শেষ হাশিটা বাংলাদেশের থাকতো।

যাইহোক পেছনে না ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে চান দেশ সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

দেখেনিন : এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ সংখ্যা, তারিখ,দল,ভেনু ও সময় সূচী,

১. বৃহস্পতিবার ,১জুন – ইংল্যান্ড বনাম বাংলাদেশ – অভাল,লন্ডন – ০৯:৩০ মিনিট জিএমটি

২. শুক্রবার, ২জুন – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড – এজবাস্টন, বার্মিংহাম – ০৯:৩০ মিনিট জিএমটি

৩. শনিবার, ৩জুন – শ্রীলংকা বনাম দক্ষিন আফ্রিকা – অভাল,লন্ডন – ০৯:৩০ মিনিট জিএমটি

৪. রবিবার, ৪জুন – ভারত বনাম পাকিস্তান – এজবাস্টন, বার্মিংহাম – ০৯:৩০ মিনিট জিএমটি

৫. সোমবার, ৫জুন – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – অভাল,লন্ডন – ১২:৩০ মিনিট জিএমটি

৬. মঙ্গলবার, ৬জুন – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড – এসএসই, কার্ডিফ – ০৯:৩০ মিনিট জিএমটি

৭. বুধবার, ৭জুন – দক্ষিন আফ্রিকা বনাম পাকিস্তান – এজবাস্টন, বার্মিংহাম – ১২:৩০ মিনিট জিএমটি

৮. বৃহস্পতিবার, ৮জুন – ভারত বনাম শ্রীলংকা – অভাল,লন্ডন –  ০৯:৩০ মিনিট জিএমটি

৯. শুক্রবার, ৯জুন – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ – এসএসই, কার্ডিফ – ০৯:৩০ মিনিট জিএমটি

১০. শনিবার, ১০জুন – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া – এজবার্টন,বার্মিংহাম –   ০৯:৩০ মিনিট জিএমটি

১১.রবিবার, ১১জুন – ভারত বনাম দক্ষিন আফ্রিকা – অভাল,লন্ডন – ০৯:৩০ মিনিট জিএমটি

১২. সোমবার, ১২জুন – শ্রীলংকা বনাম পাকিস্তান – এসএসই, কার্ডিফ – ০৯:৩০ মিনিট জিএমটি

১৩. বুধবার, ১৪জুন – ১ম সেমিফাইনাল – এসএসই, কার্ডিফ – ০৯:৩০ মিনিট জিএমটি

১৪. বৃহস্পতিবার, ১৫জুন – ২য় সেমিফাইনাল – এজবাস্টন, বার্মিংহাম – ০৯:৩০ মিনিট জিএমটি

১৫. রবিবার, ১১জুন – ফাইনাল – অভাল,লন্ডন – ০৯:৩০ মিনিট জিএমটি