
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৬.৩০ মিনিটে ওভালে শুরু হবে ম্যাচটি। এক নজরে দেখেনিন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পরিসংখ্যান।
হেড-টু-হেডঃ
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার রয়েছে একচ্ছত্র আধিপত্য। পরস্পরের ১৯ বারের মোকাবেলায় ১৮টি ম্যাচেই জিতেছে অজিরা, টাইগাররা জিতেছে মাত্র একটি ওয়ানডেতে। ২০০৫ সালে নেটওয়েস্ট সিরিজে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ।
সর্বোচ্চ দলীয় ইনিংসঃ
২০১১ সালে সিরিজের তৃতীয় ম্যাচটি দেখেছিল দুই দলেরই সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার করা ৩৬১/৮ এর জবাবে বাংলাদেশ করেছিল ২৯৫/৬।
সর্বনিম্ন দলীয় ইনিংসঃ
বাংলাদেশের সবচেয়ে কম রানের ইনিংস ডারউইনে ৭৪, অস্ট্রেলিয়ার একই ভেন্যুতে ১৯৮/৫; যদিও ঐ ম্যাচেও পরাজয় বরণ করে নিয়েছিল টাইগাররা।
সর্বোচ্চ ব্যক্তিগত রানঃ
বাংলাদেশের বিপক্ষে অজি ক্রিকেটারদের বিপক্ষে সবচেয়ে বেশি রান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের (১২ ম্যাচে ৪৪ রান)। বাংলাদেশের পক্ষে ১১ ম্যাচে ২৮৯ করে সবার উপরে হাবিবুল বাশার।
সর্বোচ্চ উইকেটঃ
অস্ট্রেলিয়ার পক্ষে ব্র্যাড হগ, তার শিকারে ১৮ উইকেট। ১৪ ওয়ানডেতে ১৫ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে অধিনায়ক মাশরাফি।
ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগতঃ
অস্ট্রেলিয়ার পক্ষে শেন ওয়াটসন, ২০১১ সালে ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে ১৮৫* রান। বাংলাদেশিদের মধ্যে মোহাম্মদ আশরাফুল- ১০০, কার্ডিফে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টাইগারদের একমাত্র সেঞ্চুরি।
সেরা বোলিংঃ
২০০৫ সালে ১৮ রানে ৫ উইকেট শিকার করেছিলেন এন্ড্রু সিমন্ডস। ২০০৬ সালে চট্টগ্রামে ৩৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন আব্দুর রাজ্জাক, বাংলাদেশের পক্ষে সেটিই সেরা বোলিং।
