বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য নতুন কিছু না। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের পর সর্বশেষ ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের হারিয়েছে টাইগাররা। রুবেল হোসেনের বলে জেমস অ্যান্ডারসনের বোল্ড এখনো চোখে ভাসে বাংলাদেশীদের।

সেই বোল্ডেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিলো ইংল্যান্ডের। হয়তো সেই ক্ষত এখনো ভুলতে পারে নি ইংলিশরা। টাইগাররা সেই ম্যাচের পুনরাবৃত্তি করতে প্রস্তুত। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য ঘরের মাঠে প্রতিশোধ নেয়া।  তবে দুই দলের শেষ ম্যাচটি সুখকর ছিল না। দক্ষিণ আফ্রিকার সাথে মাত্র ২০ রানেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড।

অন্যদিকে ভারতের বিপক্ষে ২২ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। অনুশীলন ম্যাচের গ্লানি ভুলে প্রথম ম্যাচের দিকেই তাকিয়ে দুই দল। প্রথম ম্যাচে জিতে টুর্নামেন্ট ভালো সূচনা করতে যেমন চায় ইংল্যান্ড তেমনি জয়ের ধারায় ফিরতে মরিয়া মাশরাফিরা।   বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে শুরুতে ব্রেকথ্রো আনা।

ম্যাচ জিততে দলের টপ অর্ডারের ভালো করতে হবে। এছাড়া ডেথ ওভারে ভালো ব্যাটিং ও ভালো বোলিং ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে দুর্দান্ত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ৩ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে।

গাজী টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন এবং স্টার স্পোর্টস ম্যাচটি সরাসরি দেখাবে। এছাড়া হটস্টারে লাইভ স্ট্রিমিং খেলাটি দেখা যাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ

১। তামিম ইকবাল, ২। সৌম্য সরকার, ৩। সাব্বির রহমান।, ৪। মুশফিকুর রহিম, ৫। সাকিব আল হাসান, ৬। মাহমুদউল্লাহ রিয়াদ, ৭। মোসাদ্দেক হোসেন, ৮। মেহেদী হাসান মিরাজ, ৯। রুবেল হোসেন, ১০। মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ১১। মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ

জেসন রয়, ২। অ্যালেক্স হেলস, ৩। জো রুট, ৪। ইয়ন মরগান (অধিনায়ক), ৫। বেন স্টোকস, ৬। মইন আলী, ৭। জস বাটলার, ৮। আদিল রশীদ, ৯। লিয়াম প্ল্যাঙ্কেট, ১০। ডেভিড উইলি, ১১। মার্ক উড।