
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেলো বাংলাদেশের। অাগামী ১৭ জুন ইংল্যান্ড ত্যাগ করে দেশে ফিরে অাসবে বাংলাদেশ। তবে দেশে ফিরে অাসলেও ব্যাস্ত থাকবে টাইগাররা। তার কারন জুলাইয়ে পাকিস্তান সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অবশ্য বিসিবি এই সিরিজকে বাতিলই মনে করছে। তবে অন্য কনো দেশের সাথে সিরিজ অায়োজন করতে পারে বাংলাদেশ।অাগামী অাগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফর শুরু হবে চট্টগ্রাম দিয়ে।
টেস্ট সিরিজকে সামনে রেখে আগামী ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২৭ থেকে ৩১ অাগস্ট প্রথম টেস্টটির ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। ৪ থেকে ৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি হবে ঢাকায়।
সেপ্টেম্বরে ২ টেস্ট ৩ ওয়ানডে এবং ২ টি-টুয়েন্টি খেলতে দক্ষিণ অাফ্রিকা সফর করবে বাংলাদেশ।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সময়সূচি:
সেপ্টেম্বর ২১-২৩: তিন দিনের প্রস্তুতি ম্যাচ, বেনোনিসেপ্টেম্বর
২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফ্স্ট্রুমঅক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইনঅক্টোবর
১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইনঅক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লিঅক্টোবর
১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্লঅক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডনঅক্টোবর
২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইনঅক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফ্স্ট্রুম।
