মোসাদ্দেক হোসাইন সৈকত সবাই সৈকত বলেই ডাকেন। ১৯৯৫ সালের ১০ ডিসেম্বরে ময়মনসিংহে তার জন্ম হয়। মা বাবার বড় সন্তান চিলেন তিনি। বাবার স্বপ্ন ছিলো সে একজন বড় মাপের ক্রিকেটার হবেন!  কিন্তু তা আর তার বাবার দেখা হলো না, ২০০৫ সালে তার বাবা চলে যান না ফেরার দেশে। বাবা না থাকলেও স্বপ্ন বঙ্গ হতে দেন না তার মা।

লেখাপড়ার পাশাপাশি তাকে পাঠান খেলার মাঠে তার বাবার স্বপ্ন পুরণ লক্ষে। আজ তার বাবার স্বপ্ন পুরণ হয়েছেন, আজ মোসাদ্দেক বাংলাদেশ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়ার হয়ে দারিছেন।

দেখেনিন তার খেলার মাঠে কিছু পারফরমেন্স :

টেষ্ট ম্যাচ

টেষ্টে ২ ইনিংস এ ১ টি হাফসেঞ্চুরির সাহায্যে ৪৪ গড়ে করেছেন ৮৮ রান। যার মধ্যে ৯ টি চার ও ২ টি ছয়ের মার ছিলো

ওয়ানডে ম্যাচ

১৪ ইনিংস এ ৪৪.১২ গড়ে ১ টি হাফসেঞ্চুরির সাহায্যে করেছেন ২৭৩ রান। এতে ছিলো ২৯ টি চার ও ১ টি ছয়

টি-টুয়েন্টি ম্যাচ

৬ ম্যাচে ১৯.৮ গড়ে ৭ টি চার ও ৩ টি ছরের সাহায্যে করেছেন ৯৯ রান।

বোলিং এ মোসাদ্দেক

টেষ্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে বল হাতে ৪৪৮ রান দিয়ে নিয়েছেন ১২ উইকেট।

আশা করি মোসাদ্দেক একদিন বাংলাদেশ নির্ভরশীল একজন ক্রিকেটার হবেন।