
২০১৭ সাল্রর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে টাইগারদের রীতিমত হুমকিই দিয়ে রেখেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাচের আগের দিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টায় থাকবেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশ দলে ১৪৫ কিলোমিটার গতিতে বল করার মতো কোনো পেসার কিংবা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধোঁকা দেয়ার মতো স্পিনার নেই বলেও মন্তব্য করেছেন ম্যাক্সওয়েল।
অজি এই অলরাউন্ডার বলেন, ‘অন্য দলের যেমন আছে, ওদের ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতির কোনো পেসার বা ধোঁকা দেওয়ার মতো কোনো স্পিনার নেই। আমি মনে করি, আমরা ওদের খেলার এই দিকটা লক্ষ্য করতে পারি আর ওদের ওপর চড়াও হতে পারি।’
এর আগে বাংলাদেশের বিপক্ষে দুটি টি টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনও মাঠে নামা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেটে সাকিব-তামিমদের মোকাবেলা করবেন তিনি। বাংলাদেশের বোলারদের পরীক্ষা নিতেই তিনি মাঠে নামবেন বলে জানালেন।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি, ওরা ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো ব্যাটিং করেছে। ওদের জন্য সবচেয়ে বড় ব্যাপার হল, উইকেট খুব ভালো ছিল বলে ওরা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। আর এটা এমন কিছু যা আমরা হয়তো লক্ষ্য করতে পারি।’
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০৫ রানের বড় স্কোর গড়েও ৮ উইকেটে হেরে গিয়েছিলো বাংলাদেশ। অপরদিকে অজিরাও প্রথম ম্যাচে জয়ের দেখা পায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।
