এশিয়া কাপে মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে ৩ উইকেট শিকার করলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন তিনি।

সাকিব ১৮৫ ম্যাচ খেলে ২৩৭ টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার উপরের আছে১৮৫ ম্যাচ খেলা জিম্বাবুয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক ও ১৫০ ম্যাচ খেলা অজি বোলার মিচেল জনসন। তাদের উভয়েরই উইকেট সংখ্যা ২৩৯। তাই আর ৩ টি উইকেট শিকার করলেই এই তারকাদের পিছনে ফেলবে সাকিব।

ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বলার মুত্তিয়া মুরালিধরণ (৫৩৪)শ্রীলংকা, ওয়াসিম আকরাম (৫০২) ও ওয়াকার ইউনুস (৪১৬) দুজনেই পাকিস্তান।

সেরা তিন বাংলাদেশি হচ্ছেন- আব্দুর রাজ্জাক (২৬৯) মাশরাফি বিন মর্তুজা (২৪৫), সাকিব আল হাসান ও (২৩৭)।