
সত্যি কথা বলতে কি, রান করতে পারছি না এটা আমার জন্য বড় একটা সমস্যা। যদি রান করতে পারতাম তাহলে আমার ব্যাটিং পজিশন নিয়ে কথা উঠত না। সব চেয়ে বড় কথা হলো, রান করতে পারলে তিন নম্বর ভালো— না করতে পারলে দশ নম্বর পজিশনও খারাপ।
টেস্ট ম্যাচ বলে নয়। আমি আসলে খুব মরিয়া একটা ম্যাচ খেলার জন্য। কারণ আমি শেষ তিন-চার ম্যাচ ভাল খেলতে পারিনি। ওই স্মৃতি আমাকে ভেতরে খোঁচা দেয়। সামনে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি, যে সিরিজই হোক না কেন, সেখানে ভাল খেলে ওই স্মৃতি ভুলতে চাই।
