ব্রাজিলিয়ান তারকা দানি আলভেসের ভালো বন্ধু বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বার্সেলোনার এই সাবেক তারকা (দানি আলভেস) জুভেন্টাস ঘুরে এসে এবার যোগ দিয়েছেন আলোচিত প্যারিস সেন্ত জার্মেইয়ে (পিএসজি)। নেইমারের এই ক্লাবটিতে যাওয়া নিয়ে চলছে গুঞ্জন।

শোনা যাচ্ছে, নেইমারকে পিএসজিতে ভাগিয়ে নেওয়ার কলকাঠি নাড়ছেন আলভেস। আলভেস ‘স্বার্থপর’ হতে বললেন নেইমারকে।

বার্সেলোনা ছেড়ে আসার সময় ক্লাবটিকে ‘অকৃতজ্ঞ’, ‘স্বার্থপর’ বলেছিলেন আলভেস। পিএসজিতে যাওয়ার বিষয়ে আলভেস বলেন :

‘নেইমারের সঙ্গে আমার সবসময় কথা হয়। আমি নেইমারকে মাথা ঠান্ডা রাখতে বলছি। কারণ এই মুহুর্তে যত কথা কানে আসবে সব কথা কানে তুললে পাগল হয়ে যেতে হবে। আলভেস আরও বলেন আমি ওকে সার্থপর হতে বলেছি। কারণ যখন তোমার ফর্ম খারাপ থাকবে, তখন তোমার ক্লাব তোমাকে নিয়ে ভাববে না। যার সবচেয়ে বড় উদাহারণ আমি নিজে।

আলভেসের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়নি বার্সেলোনা বয়েসের কারণে। সেই আলভেস তার বয়সের দিকে না তাকিয়ে খেলে যাচ্ছেন। পিএসজির হয়ে অভিষেকে গোলও করেছেন তিনি। নেইমারকে যদি বিশাল অংকে টাকা দিয়ে কিনে নেয় পিএসজি তাহলে কেন যাবেনা নেইমার? এমনটাই প্রশ্ন আলভেসের।

মেসির ছায়া থেকে বের হওয়ার ব্যাপারটিও বললেন আলভেস।

আলভেস স্পষ্টই বলেছেন, তিনি চান নেইমার পিএসজির হয়েই খেলুক। নেইমারকে প্রলুব্ধ করার বিষয়টি অস্বীকার করেন তিনি। আলভেসের ভাষায়, ‘বড় সিদ্ধান্ত নিতে হলে সাহসী হতে হয়।

আমি সাহসী তাই বার্সা ছেড়েছি, এরপর জুভেন্টাসও। নেইমারের সামনে এগিয়ে যেতে হলে নেইমারকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু চাই আমার বন্ধু যেখানেই থাক ভালো থাক, তবে পিএসজিতে আসলে ভালো হবে।